নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ৪২ করোনায় আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ৪২ করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪২ জন করোনায় আক্রান্ত হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী। ৪২ জন করোনা পজিটিভের মধ্যে ৩৪ জন সদর উপজেলার, বাকি ৮ জন গোমস্তাপুর উপজেলার।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, সদর উপজেলাসহ ৪ উপজেলা থেকে ১২৬ জনের শরীরির থেকে করোনা নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে নতুন করে ৪২ জনের শরীরিরে করোনা পজিটিভ ধরে পরে। করোনা সনাক্তদের মধ্যে অধিকাংশই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

এখন পর্যন্ত চাঁপাইবাবগঞ্জে ১০৭ জনের শরীরের করোনা সনাক্ত হয়েছে। আর অদ্যবধি করোনায় মৃতুবরণ করেছে ২০ জন। চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ১০ জন।

আরও দেখুন

সিংড়ায় ক্ষুদ্র -নৃগোষ্ঠির প্রকল্পে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:নাটোরের সিংড়ায় প্রাণী সম্পদ উপকরণ হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বরাদ্দকৃত হাঁস, মুরগী, ভেড়া, ছাগল, গরু …