নীড় পাতা / আইন-আদালত / চাঁপাইনবাবগঞ্জে চুল কেটে গৃহবধূকে নির্যাতনের অভিযোগঃশাশুড়ি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে চুল কেটে গৃহবধূকে নির্যাতনের অভিযোগঃশাশুড়ি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধুকে নির্যাতন ও চুল কেটে নেয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গত বুধবার (১৪অক্টোবর) বিকেলে মহারাজুপুর ইউনিয়নের পিয়নপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় স্বামী রবিউল ইসলাম, শশুর ইসরাফিল শেখ ও শাশুড়ি জাইলি বেগমকে আসামী করে বৃহস্প্রতিবার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন নির্যাতিত ওই গৃহবধু। পুলিশ শাশুড়ি জাইলি বেগমকে গ্রেফতার করলেও; স্বামী রবিউল ও শশুর ইসরাফিল শেখ পলাতক রয়েছে।

মামলার নথি, নির্যাতিত গৃহবধু ও তার পরিবার সূত্রে জানা গেছে,‘পরিবারের সম্মতিতে ৫ বছর আগে একই গ্রামের রবিউলের সাথে বিয়ে হয় ওই গৃহবধুর। বিয়ের কিছুদিন যেতে না যেতেই ২ লক্ষ টাকা যৌতুক দাবি করে রবিউল ও তার পরিবার এবং নানা সময়ে চাপ দিতে থাকে। মেয়ের সুখের কথা চিন্তা করে ৫০ হাজার টাকা দেয় ওই নির্যাতিত গৃহবধুর পরিবার। কিন্তু বাকি টাকার জন্য বিভিন্ন সময়ে শারিরীক ও মানসিক নির্যাতন করতে থাকে রবিউল ইসলাম।

নির্যাতিত গৃহবধু জানান, ‘বিভিন্ন সময়ে নানা অযুহাতে টাকার দাবিতে রাতে বাসায় ফিরে মাদকাসক্ত হয়ে তাকে মারধর করতো তার স্বামী। নির্যাতনের কারণে দীর্ঘদিন ধরেই বাবার বাড়িতে অবস্থান করি। গত বুধবার শশুর বাড়িতে গেলে সারাদিন কথা শোনায় শশুর-শাশুড়ি ও তার স্বামী। আমার দিনমজুর বাবার পক্ষে বাকি দেড়লক্ষ টাকা দেয়া সম্ভব নয় জানালে ওই দিন বিকেলে শশুর-শাশুড়ির যোগসাজসে আমাকে মারধর করে এবং এক পর্যায়ে কাঁচি দিয়ে চুল কেটে দেয় আমার স্বামী। এমন অমানবিক নির্যাতনের পর আমি বাবার বাড়ি চলে আসি এবং বৃহস্প্রতিবার থানায় মামলা দায়ের করি। আমি আমার উপর হওয়া অমানবিক এ ঘটনার বিচার চাই।’

নির্যাতিত ওই গৃহবধুর বাবা এমরাজ শেখ জানান, ‘বিয়ের পর থেকেই আমার মেয়েকে যৌতুকের টাকার জন্য মারধর করতো জামাই রবিউল। কয়েকবার মেয়েকে নিয়ে চলেও এসেছি। কিন্তু বারবার অনেক অনুরোধের পর  এবং নির্যাতন না করার প্রতিশ্রুতি দিলে, মেয়েকে আবার শশুর বাড়ি পাঠায়। মেয়ের সুখের কথা ভেবে ধারদেনা করে ৫০ হাজার টাকাও ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু মেয়ের শশুর বাড়ির লোকজন আরও দেড় লক্ষ টাকা চাই। সেই টাকা না দিতে পারায় আমার মেয়ের সাথে এমন অমানবিক আচরণ করে তার শশুর বাড়ির লোকজন ও জামাই রবিউল ইসলাম। এ ঘটনার বিচার চাই আমি।’ তিনি আরও জানান, ‘তার জামাই রাজমিস্ত্রির কাজ করতো। কাজ করে যা আয় করতো তার সবকিছুই গাঁজা-মদ খেয়ে শেষ করে দিত। আর সংসার ও কিস্তি চালাতে গিয়ে বাড়িতে ফিরে আমার মেয়েকে টাকার চাপ দিতো এবং মারধর করতো।’ 

পলাতক থাকায় রবিউল ও তার পরিবারের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে সদর  মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে নির্যাতিত ওই গৃহবধু তার স্বামী, শশুর-শাশুড়িকে আসামী করে মামলা দায়ের করেন। পরে  রবিউলের মা জাইলী বেগমকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত কাজ ও বাকি আসামীদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ বলেও তিনি জানান।’

আরও দেখুন

নাটোরে প্রচারণাকালে চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক:নাটোর সদর উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারনাকালে চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তারুল ইসলাম আলমের ২জন কর্মী-সমর্থকের …