নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
করোনা পরিস্থিতিতে খাদ্য ঘারতি পুরন করতেই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রায় ৫০ জন কৃষকের মাঝে হাইব্রিড ধানী গোল্ড ধানের বীজ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান বায়ার ক্রোপ সাইন্স লিঃ এর সহযোগীতায় সদর উপজেলার কৃষি অফিসের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের মাঝে বীজ বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম, সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার সলেহ্ আকরাম, সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার সিমা কর্মকার এবং বায়ার জেলা টেরিটোরি অফিসার আব্দুল্লাইল কাফিসহ অন্যান্য কর্মকর্তারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায় ২৫০০ কেজি হাইব্রিড ধানী গোল্ড ধানের বীজ বিতরণ করা হয় হবে।

সদর উপজেলায় ৪০০ কেজি, নাচোল উপজেলায় ৯০০ কেজি, গোমস্তাপুর উপজেলায় ৭০০ কেজি, ভোলাহাট উপজেলায় ৩০০ কেজি এবং শিবগঞ্জ উপজেলায় ২০০ কেজি ধানের বীজ পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

এ ধানের বীজ ৩ কেজি করে প্রায় সাড়ে ৮শ প্রান্ত্রিক কৃষকদের মাঝে বিতরণ করা হবে।

আরও দেখুন

নন্দীগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রামে সাত বছরের ছেলে শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে …