মঙ্গলবার , এপ্রিল ৩০ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে ইমামদের সম্মানী ভাতা প্রদান করেছে পৌর মেয়র

চাঁপাইনবাবগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে ইমামদের সম্মানী ভাতা প্রদান করেছে পৌর মেয়র

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

পৌর এলাকার সকল জামে মসজিদের ইমামদের ঈদুল ফিতর উপলক্ষে সম্মানী ভাতা প্রদান করেছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা মেয়র মোখলেসুর রহমান। সেই সাথে ঈদগাহের পরিচ্ছন্নতা ও সৌন্দয বর্ধনের জন্য প্রদান করা হয়েছে অনুদান।

আজ বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনাববগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে ৩০ জন ইমামদের মাঝে সম্মানী ভাতার নগদ অর্থ প্রদান করা হয় এবং পৌরসভার ১৫টি ওয়ার্ডের কাউন্সিলরগনের মাধ্যমে মোট ২২৫টি জামে মসজিদের ইমামকে এ সম্মানী দেয়া হয়।

এসয়ম ১৫টি ওয়ার্ডের কাউন্সিলরসহ পৌর এলাকার বিভিন্ন জামে মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গতে পৌর এলাকার ২২৫টি জামে মসজিদের ইমামদেরসহ ঈদগাহের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের জন্য অনুদান প্রদান করা হয়।

ইমামগণ বলেন, এর আগে অনেক মেয়র এ পৌরসভা এসেছে কিন্ত এ ধরনের ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ কেউ করেনি। ইমামদের সম্মানীত করায় ইমামগণ অনেক খুশি। সেই সাথে মেয়র মোখলেসুর রহমানকে ধন্যবাদও জানান।

আর মেয়র মোখলেসুর রহমান জানান, ইমামগণ পৌরসভার বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত থাকে। তবে এর আগে কোন মেয়র ইমামদের ইদ উপলক্ষে সম্মানী দেয়নি। এ বছর থেকে আগামীতে প্রতি বছর ইমামদের সম্মানী প্রদান করা হবে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় ইয়াবাসহ উপসহকারী কৃষি অফিসার আটক

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বাগাতিপাড়ায় ২০ পিস ইয়াবাসহ কাউসার আহমেদ (২৮) নামে এক উপ-সহকারী কৃষি অফিসারসহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *