নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে আধুনিক ও পরিবেশবান্ধব কসাইখানা নির্মাণ কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে আধুনিক ও পরিবেশবান্ধব কসাইখানা নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেক,চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে আধুনিক ও পরিবেশবান্ধব কসাইখানা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে শহরের মাঝপাড়া এলাকায় মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ৮ কোটি ৯৭লাখ ৬৫হাজার টাকা ব্যয়ে কসাইখানা নির্মাণ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন ও পৌর মেয়র মোখলেসুর রহমান।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. মোঃ মোস্তাফিজুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র সালেহ উদ্দীন, নাজনীন ফাতেমা জিনিয়াসহ অন্যান্যারা। এসময় পৌর কর্মকর্তা-কর্মচারি, কাউন্সিলরসহ গন্যমান্য ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন।

২০২৪ সালের এপ্রিল মাসে এই প্রকল্পের কাজ শেষ হবে এবং প্রকল্পটি বাস্তবায়নের পর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নাগরিক পরিবেশবান্ধব ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত কসাইখানায় পশু জবেহর সুযোগ পাবে।

আরও দেখুন

প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ,থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করেছে রুবেল নামের প্রেমিক ও তার দুই …