শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে আধুনিক ও পরিবেশবান্ধব কসাইখানা নির্মাণ কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে আধুনিক ও পরিবেশবান্ধব কসাইখানা নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেক,চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে আধুনিক ও পরিবেশবান্ধব কসাইখানা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে শহরের মাঝপাড়া এলাকায় মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ৮ কোটি ৯৭লাখ ৬৫হাজার টাকা ব্যয়ে কসাইখানা নির্মাণ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন ও পৌর মেয়র মোখলেসুর রহমান।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. মোঃ মোস্তাফিজুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র সালেহ উদ্দীন, নাজনীন ফাতেমা জিনিয়াসহ অন্যান্যারা। এসময় পৌর কর্মকর্তা-কর্মচারি, কাউন্সিলরসহ গন্যমান্য ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন।

২০২৪ সালের এপ্রিল মাসে এই প্রকল্পের কাজ শেষ হবে এবং প্রকল্পটি বাস্তবায়নের পর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নাগরিক পরিবেশবান্ধব ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত কসাইখানায় পশু জবেহর সুযোগ পাবে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …