নীড় পাতা / কৃষি / চলন বিলের ৮৫% ধানকাটা সম্পন্ন

চলন বিলের ৮৫% ধানকাটা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ

নাটোরের সিংড়ায় চলন বিলের ৮৫% ধানকাটা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সিংড়া উপজেলার চলনবিলের ধান কাটা অগ্রগতি পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ পিএএ।

এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন।

সিংড়া উপজেলার চলন বিলের প্রায় ৮৫% ধান কাটা শেষ হয়েছে। করোনার দুর্যোগের মধ্যে কোন প্রকার ভোগান্তি ছাড়া ধান ঘরে তুলতে পেরে এবং ধানের নার্য্য মূল্য পাওয়ায় কৃষকেরা অনেক খুশি বলে জানান জেলা প্রশাসক।

কৃষক আব্দুল করিম জানান, আমাদের মন্ত্রী পলকের জন্য আমরা এত সুন্দর ভাবে ধান কাটতে পেরেছি। তিনি আমাদের ধান কাটা মেশিন উপহার দিয়েছেন।

কৃষক আতাউর জানান, ডিসি স্যার মাঝে মাঝে মাঠে এসে ধান কাটা কামলার সাথে কথাবার্তা বলতেন এবং তাদের খোঁজখবর নিতেন।

জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ জানান, যে কোন ফসল উৎপাদনের ক্ষেত্রে এবং তা বাজারজাতকরণের জন্য যেকোনো ধরনের সহযোগিতা আমরা করতে সর্বদা প্রস্তুত আছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কোন খালি জায়গা কোথাও যাতে পড়ে না থাকে তার জন্য আমরা কাজ করে যাচ্ছি।

আরও দেখুন

প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ,থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করেছে রুবেল নামের প্রেমিক ও তার দুই …