নীড় পাতা / জেলা জুড়ে / গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীদের আস্থার জায়গা মুজিবনগরের তথ্যআপা

গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীদের আস্থার জায়গা মুজিবনগরের তথ্যআপা

ফজলে রাব্বী , বাগাতিপাড়া: মরণব্যাধী করোনার সংক্রমণ এড়াতে দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে সরকার। সরকারের এ সব নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করে স্থানীয় প্রশাসন। তবে এসব নির্দেশনা পালনে একটু বেশি তৎপর ও আন্তরিকতা দেখা গেছে মুজিবনগর তথ্যসেবা কর্মকর্তা তানিয়া খন্দকারকে। একজন নারী কর্মকর্তা হয়েও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটে চলেছেন উপজেলার এ প্রান্ত থেকে অপর প্রান্তে,তিনি যেনো গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীদের আস্থার জায়গা। অনেকের মতে, প্রশাসনিক অন্যান্য পুরুষ কর্মকর্তার চেয়ে নারী কর্মকর্তা হিসেবে তাঁর কর্মকান্ড প্রশংসনীয় এবং দৃশ্যমান। তার কর্মকান্ড সাধারণ গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীদের আস্থার জায়গা হিসেবে গড়ে উঠেছে। তথ্য আপাদের কাছে সেবা নিতে আসা গ্রামীণ সুবিধা বঞ্চিত রাবেয়া আক্তার জানান আমরা সাধারণ মানুষ আপাদের কাছে এলে আমাদের স্বাস্থ্যসেবার পাশাপাশি ভিজিডি কার্ডের আবেদন,মাতৃত্বভাতার আবেদন, বয়স্কভাতার আবেদন,প্রতিবন্ধী ভাতার আবেদন,বিধবা ভাতার আবেদন বিভিন্ন বিষয়ে পরামর্শা সহ কোন বিপদে পড়ে এলে আপারা আমাদের সহযোগিতা করেন। এ সময় তথ্যসেবা কর্মকর্তা তানিয়া খন্দকার গণমাধ্যমকে বলেন “শেখ হাসিনার সহায়তায় তথ্য আপা পথ দেখায়” তথ্য কেন্দ্রে সুবিধাবঞ্চিত গ্রামীণ নারীদের প্রতিনিয়ত সেবা প্রদান করে যাচ্ছেন মুজিবনগরের তথ্য আপারা। তথ্যকেন্দ্রে স্বাস্থ্যসেবার পাশাপাশি ভিজিডি কার্ডের আবেদন,মাতৃত্বভাতার আবেদন, বয়স্কভাতার আবেদন,প্রতিবন্ধী ভাতার আবেদন,বিধবা ভাতার আবেদন,বিভিন্ন চাকুরির আবেদন, সরকারি ঘরের আবেদন করছে। এছাড়াও তথ্য আপারা ডোর টু ডোরের মাধ্যমে স্বাস্থ্যসেবা,কৃষি সেবা, জেন্ডার, আইন,বাল্যবিবাহ,নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতা সম্পর্কে গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীদের সেবা প্রদান করছেন।

আরও দেখুন

নাটোরে প্রচারণাকালে চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক:নাটোর সদর উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারনাকালে চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তারুল ইসলাম আলমের ২জন কর্মী-সমর্থকের …