নীড় পাতা / উত্তরবঙ্গ / গোদাগাড়ীতে পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার

গোদাগাড়ীতে পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার


নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী:
রাজশাহী গোদাগাড়ীতে পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার হচ্ছে। রাজশাহী পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা যায়, গোদাগাড়ী পৌর এলাকার সারাংপুরে পদ্মা নদীর তীর সংরক্ষন বাঁধের পুনঃনির্মাণ করা হচ্ছে। ৫২ মিটার ব্যয় ধরা হয়েছে ৩ কোটি টাকা। নির্মাণ কাজটি কুড়িগ্রামের বেলাল কনস্ট্রকশন।

স্থানীয় লোকজন অভিযোগ করেন ব্লক তৈরীতে নিম্নমানের পাথর,বালু ও সিমেন্ট ব্যবহার করছে। এরপর বাঁধ সমতল না করে বালু না দিয়ে ইটের খোয়া কম দিয়ে ব্লক বসানো হচ্ছে। নির্মাণ কাজ শেষ না হতেই ব্লক সরে যাচ্ছে। বর্ষা মৌসুমে বাঁধটি ভেঙ্গে যেতে পারে বলে স্থানীয় লোকজন ধারনা করছে। এদিকে স্থানীয় লোকজনের অভিযোগের প্রক্ষিতে বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলম বাঁধের নির্মাণ পরিদর্শন করে সিডিউল মোতাবেক কাজের নির্দেশ দিয়েছে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ বলেন,নির্মাণ সমতল করে, বালু ও পরে জিও ব্যাগ দেওয়ার ইটের খোয়া দিয়ে ব্লক বসাতে হবে। কাজে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …