নীড় পাতা / আইন-আদালত / গোদাগাড়ীতে ইউএনও, এসি ল্যান্ডের হস্তক্ষেপে দুটি বাল্য বিবাহ বন্ধ

গোদাগাড়ীতে ইউএনও, এসি ল্যান্ডের হস্তক্ষেপে দুটি বাল্য বিবাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ীঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা মাটিকাটা ইউনিয়নের রাইয়াপুর ও কালিদিঘি গ্রামে  শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হক দুটি বাল্য বিবাহ বন্ধ করে দেন।

সূত্রে জানাগেছে, শুক্রবার দুপুরে উপজেলার বিদিরপুর সরকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী, রাইয়াপুর গ্রামের এনারুল ইসলামের মেয়ে মিম (১১) ও সোনাদিঘি  উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী কৃষ্ণবাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে রেশমি খাতুন (১৪) ।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার জানান, আমি বাল্য বিবাহের সংবাদ পেয়ে দুপুরে বিয়েবাড়ী গিয়ে বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছি। অন্যদিকে একই ইউনিয়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরেকটি বাল্য বিবাহ বন্ধ করে দেন। মেয়ের ও তাদের অভিভাবকদের কাছ থেকে অঙ্গিকার নিয়েছি ১৮ বছর পূর্ণ না হলে বিয়ে দিবে না।

আরও দেখুন

প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ,থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করেছে রুবেল নামের প্রেমিক ও তার দুই …