নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / গোদাগাড়ীতে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত

গোদাগাড়ীতে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী:
‘সংঘাত নয়, সম্প্রীতি এবং ঐক্যের বাংলাদেশ গড়ি, এ স্লোগানকে সামনে রেখে শুক্রবার রাজশাহীর গোদাগাড়ীতে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন ও শান্তি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দি হ্যাঙ্গার প্রজেক্টের সহায়তায় গোদাগাড়ী পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বেলা ১১ টায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

পিএফজি গোদাগাড়ী কো-অর্ডিনেটর শামসুজ্জোহা বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলমগীর হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, কৃষি সম্প্রসারণ অফিসার মতিয়র রহমান,বনিক সমিতির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ।

উল্লেখ্য আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে রাজশাহী জেলার সকল উপজেলায় এই মানববন্ধন ও শান্তি পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আরও দেখুন

নাটোরে প্রচারণাকালে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ 

নিজস্ব প্রতিবেদক: নাটোর সদর উপজেলার প্রতিদ্বন্দ্বী ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে …