নীড় পাতা / আইন-আদালত / গুরুদাসপুর ও বড়াইগ্রামের তিনটি দোকানে জরিমানা

গুরুদাসপুর ও বড়াইগ্রামের তিনটি দোকানে জরিমানা


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রামের তিনটি দোকানের জরিমানা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বেলা ১১ থেকে প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজার এলাকায় অবস্থিত জয় গোপাল হোটেল এন্ড মিষ্টান্ন ভাণ্ডারকে ৪৩ ধারায় ৫ হাজার, বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়া এলাকায় অবস্থিত মা ফার্মেসীকে ৫১ ধারায় ৩ হাজার টাকাসহ সর্বমোট আট হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে গুরুদাসপুর এবং বড়াইগ্রাম উপজেলার ওই দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। তিনি আরো জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলায় সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: গত নির্বাচনে পরাজিত প্যানেলের কতিপয় সদস্য নিজেদের স্বার্থ হাসিলের জন্য দু’জন পরিচালকের নেতৃত্বে …