নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে সোনালী ব্যাংকের অনুদান পেলেন কেজি স্কুলের শিক্ষক-কর্মচারীরা

গুরুদাসপুরে সোনালী ব্যাংকের অনুদান পেলেন কেজি স্কুলের শিক্ষক-কর্মচারীরা



নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
চলমান করোনা সংকট মোকাবেলায় সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের সামাজিক দায়বদ্ধতা খাতের অনুদান পেলেন গুরুদাসপুরের বন্ধ হয়ে যাওয়া কিন্ডার গার্টেন (কেজি) স্কুলের ৫৫ জন অসহায় শিক্ষক-কর্মচারী। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে তাদেরকে ২ হাজার করে টাকার চেক দেওয়া হয়।

এ উপলক্ষে সোনালী ব্যাংক গুরুদাসপুর শাখার আয়োজনে রোববার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউএনও মোহাম্মদ তমাল হোসেন, পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু রাসেল, সোনালী ব্যাংক গুরুদাসপুর শাখার ম্যানেজার লিটন কুমার সাহা ও চাঁচকৈড় শাখার ম্যানেজার মনিরুজ্জামান, সিনিয়র অফিসার বিপুল কুমার সুত্রধর প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর মহান কীর্তির ওপর আলোকপাত করেন বক্তারা।

আরও দেখুন

প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ,থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করেছে রুবেল নামের প্রেমিক ও তার দুই …