নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে শ্যামাপূজা ও দীপাবলি উৎসব পালিত

গুরুদাসপুরে শ্যামাপূজা ও দীপাবলি উৎসব পালিত


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে আলোকসজ্জা ও আতশবাজির মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে সারারাত শ্যামাপূজা ও দীপাবলি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার কালাকান্দর কেন্দ্রীয় মহাশ্মশানে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে গীতা পাঠ ও পদাবলী কীর্ত্তন শেষে রাত ৭টা থেকে ১২টা পর্যন্ত শ্যামা ও বাউল সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর রাতভর চলে শ্যামা মায়ের পূজা। সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহনে দীপাবলী উৎসব মিলনমেলায় পরিনত হয়।

এ সময় স্থানীয় উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী ও থানার ওসি আব্দুল মতিন দীপাবলী উৎসব পরিদর্শন করেন।

মহাশ্মশানের সভাপতি অসীম কুমার পাল বলেন, অমাবস্যার রাতে ঘরে ঘরে এবং মহাশ্মশানে জ্বালানো হয় প্রদীপ। পৌরাণিক উপাখ্যান মতে, প্রদীপ প্রজ্জ্বালিত করে রাতকে দিনের মতো করে রাখার কারন হলো- শ্রী রামচন্দ্র তার ভাই লক্ষন ও পত্নী সীতাকে নিয়ে এ পথ দিয়ে অযোধ্যা নগরীতে ফিরবেন। এজন্য অমাবস্যার এই তিথিতে আমরা দীপাবলি বা দিওয়ালি উৎসব পালন করি।

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …