নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে বিনামূল্যে সার-বীজ পেল ৯০ কৃষক

গুরুদাসপুরে বিনামূল্যে সার-বীজ পেল ৯০ কৃষক


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ মৌসুমে গ্রীস্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার পৌরসদসহ ৬টি ইউনিয়নের ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ-সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। এসময় প্রতি কৃষককে ১ বিঘা জমির জন্য ১ কেজি পেঁয়াজের বীজ, ২০ কেজি ডিএপি সার, ২০ কেজি এমওপি সারসহ অন্যান্য উপকরণ প্রদান করা হয়।

বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ-সার ও অন্যান্য উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায়ের সভাপতিত্বে ও উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মতিয়র রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হারুনর রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ। এসময় উপজেলা কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

লালপুরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ 

নিজস্ব প্রতিবেদক, লালপুর: আসন্ন উপজেলা পরিষদের ২য় ধাপ নির্বাচনে নাটোরের লালপুরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ …