শনিবার , এপ্রিল ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে বিজ্ঞান মেলার উদ্বোধন

গুরুদাসপুরে বিজ্ঞান মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
“বিদ্যুৎ ও পানির অপচয় রোধ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে ফিতা কেটে এ মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল কুদ্দুস এমপি। এরপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে এসময় উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকসানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. মো. আনিসুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ওয়াহেদুজ্জামান প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এছাড়াও বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। একদিনব্যাপী এ মেলায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্ষুদে বিজ্ঞানীদের ১২টি স্টল রয়েছে।

আরও দেখুন

বৈশাখের খরতাপে চলনবিলে শ্রমিকের মাঝে স্যালাইন-পানি বিতরণ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: বৈশাখের তীব্র তাপদাহে মানুষ ও প্রাণীকুলের জীবন-যাপন হাঁসফাঁস অবস্থা। বিশেষ করে চলনবিলের কৃষি …