নীড় পাতা / অর্থনীতি / গুরুদাসপুরে পেঁয়াজের দোকানে মূল্য তালিকা টানাতে আদালতের নির্দেশ

গুরুদাসপুরে পেঁয়াজের দোকানে মূল্য তালিকা টানাতে আদালতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
পেঁয়াজের দাম না কমা পর্যন্ত নাটোরের গুরুদাসপুরে সীমিত লাভে ব্যবসায়ীদের পেঁয়াজ বিক্রির নির্দেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া দোকানে মূল্য তালিকা টানাতে প্রত্যেক ব্যবসায়ীকে নির্দেশ দেয়া হয়েছে।

রোববার বিকেলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ব্যবসায়ীদের বিরুদ্ধে ২৪০ থেকে ২৬০ টাকা কেজি দরে বাজারে পেঁয়াজ বিক্রির অভিযোগ করেছিলেন ক্রেতারা। এমন অভিযোগের প্রেক্ষিতে শনিবার বিকেলে উপজেলার বাণিজ্যনগরী চাঁচকৈড় বাজার মনিটরিংয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ক্রেতাদের কাছ থেকে পণ্যের দাম বেশি রাখলে জরিমানা করা হবে বলে ব্যবসায়ীদের সতর্ক করেন ইউএনও। সেই সাথে দোকানে মূল্য তালিকা টানাতে প্রত্যেক ব্যবসায়ীকে নির্দেশ দেন তিনি।

ক্রেতা শাহ আলম বলেন, বাজারে ইউএনও-অ্যাসিল্যান্ডের উপস্থিতি টের পেলেই ২৬০ টাকার পেঁয়াজ ২০০ টাকায় বিক্রি শুরু হয়। আবার তাদের অনুপস্থিতিতে এক লাফে প্রতিকেজি পেঁয়াজ ২৬০ টাকায় বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা। এতে ভোক্তারা বিপাকে পড়েন।

আরও দেখুন

নাটোরে প্রচারণাকালে চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক:নাটোর সদর উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারনাকালে চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তারুল ইসলাম আলমের ২জন কর্মী-সমর্থকের …