নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
পেঁয়াজের দাম না কমা পর্যন্ত নাটোরের গুরুদাসপুরে সীমিত লাভে ব্যবসায়ীদের পেঁয়াজ বিক্রির নির্দেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া দোকানে মূল্য তালিকা টানাতে প্রত্যেক ব্যবসায়ীকে নির্দেশ দেয়া হয়েছে।
রোববার বিকেলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ব্যবসায়ীদের বিরুদ্ধে ২৪০ থেকে ২৬০ টাকা কেজি দরে বাজারে পেঁয়াজ বিক্রির অভিযোগ করেছিলেন ক্রেতারা। এমন অভিযোগের প্রেক্ষিতে শনিবার বিকেলে উপজেলার বাণিজ্যনগরী চাঁচকৈড় বাজার মনিটরিংয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ক্রেতাদের কাছ থেকে পণ্যের দাম বেশি রাখলে জরিমানা করা হবে বলে ব্যবসায়ীদের সতর্ক করেন ইউএনও। সেই সাথে দোকানে মূল্য তালিকা টানাতে প্রত্যেক ব্যবসায়ীকে নির্দেশ দেন তিনি।
ক্রেতা শাহ আলম বলেন, বাজারে ইউএনও-অ্যাসিল্যান্ডের উপস্থিতি টের পেলেই ২৬০ টাকার পেঁয়াজ ২০০ টাকায় বিক্রি শুরু হয়। আবার তাদের অনুপস্থিতিতে এক লাফে প্রতিকেজি পেঁয়াজ ২৬০ টাকায় বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা। এতে ভোক্তারা বিপাকে পড়েন।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …