শনিবার , এপ্রিল ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে নদী ও চলনবিল রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত

গুরুদাসপুরে নদী ও চলনবিল রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে আত্রাই,নন্দকুজা, গুমানী নদীসহ চলনবিল এর বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ক আলোচনা সভা করেছে চলনবিল রক্ষা আন্দোলন কমিটি। আজ দুপুরে উপজেলার চাঁচকৈড় রসুনহাটা নন্দকুজা নদীর পাড়ে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা চলনবিল রক্ষা আন্দোলন কমিটির আহবায়ক মজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান আলোচক চলনবিল রক্ষা আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এসএম মিজানুর রহমান। তিনি বর্তমানে গুরুদাসপুর উপজেলার নদীগুলো ও চলনবিল অবস্থা এবং সেগুলো রক্ষার্থে করণীয় বিষয়গুলো তুলে ধরে বক্তব্য রাখেন।

এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা, চলনবিল রক্ষা আন্দোলন কমিটির আহবায়ক সদস্য এমদাদুল হক। এ সময় সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের লোকজন ও নানা শ্রেণীর পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বৈশাখের খরতাপে চলনবিলে শ্রমিকের মাঝে স্যালাইন-পানি বিতরণ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: বৈশাখের তীব্র তাপদাহে মানুষ ও প্রাণীকুলের জীবন-যাপন হাঁসফাঁস অবস্থা। বিশেষ করে চলনবিলের কৃষি …