নীড় পাতা / আইন-আদালত / গুরুদাসপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং, জরিমানা

গুরুদাসপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং, জরিমানা

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে নিত্যপন্যের বাজার সহনীয় রাখতে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তমাল হোসেনের নেতৃত্বে উপজেলার বানিজ্যনগরী চাঁচকৈড় বাজারের বিভিন্ন পাইকারি আড়ৎ ও খুচরা বাজারের দোকান মনিটরিং করা হয়। বাজার মনিটরিংয়ের সময় গুরুদাসপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

পরিদর্শনে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় রসিদ পরিবীক্ষণ করা হয়। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২’টি প্রতিষ্ঠানকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে মো. তমাল হোসেন বলেন, কোনো অবস্থাতেই নিত্যপন্যের বাজার পরিস্থিতি অস্থিতিশীল করতে দেওয়া হবেনা। যারা অসাধুপয় অবলম্বন করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …