বৃহস্পতিবার , মে ২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / গুরুদাসপুরে জমি দখল করে মারপিট করার অভিযোগ

গুরুদাসপুরে জমি দখল করে মারপিট করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ

নাটোরের গুরুদাসপুরে জমি দখল করে মারপিট করার অভিযোগ উঠেছে একজন শিক্ষকের বিরুদ্ধে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উপজোলার চাপিলা ইউনিয়নের তেলটুপি এলাকায়।

এ ঘটনায় গুরুদাসপুর থানায় ৪ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগি ওই এলাকার মৃত আনছের আলীর ছেলে মতিউর রহমান। অভিযুক্ত ব্যক্তি মোবারক মাষ্টার একই এলাকার মৃত-আনছের আলীর ছেলে।

ভুক্তভোগি মতিউর রহমান জানান, অভিযুক্ত মোবারক হোসেন তার আপন বড় ভাই। দীর্ঘদিন যাবৎ তার জমি সে জবর দখল করে আসছে। জমির ওপর অবস্থিত গাছ ও ফল তারা বিক্রি করে আসছে। অনেকবার গ্রাম্য শালিসে বৈঠকের পরেও সুরহা হয়নি।

সম্প্রতি তার জায়গার ওপর কলাগাছ রোপনের জন্য প্রস্তুতি নেওয়ার সময় তার ভাই মোবারক মাষ্টার তার ভাতিজাসহ ৪ জন তার ওপর আক্রমণ করে এবং বাঁশের লাঠি, কাঠের বাটাম দিয়ে তার সমস্ত শরিরে জখম করে রক্তাক্ত করে দেয়। তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে গুরুদাসপুর হাসপাতালে প্রেরণ করেন।

অভিযুক্ত মোবারক মাষ্টার বলেন, তাকে মারপিট করা হয়নি। আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোজাহারুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও দেখুন

হিলি দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক:মহান আর্ন্তজাতিক পহেলা মে দিবস উদযাপন উপলক্ষে এক দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের …