নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে “চেতনায় বঙ্গবন্ধু ও ৭১”এর উপর উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা

গুরুদাসপুরে “চেতনায় বঙ্গবন্ধু ও ৭১”এর উপর উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক,গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুরে “চেতনায় বঙ্গবন্ধু ও ৭১”এর উপর উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে এই পুরস্কার বিতরণ করেন। এসময় উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ ও রোকসানা আকতারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর ১২টায় গুরুদাসপুর উপজেলার নাজিরপুর মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে “চেতনায় বঙ্গবন্ধু ও ৭১”এর উপর উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।পরে সম্মানিত অতিথিবৃন্দ চেতনায় ৭১ এর উপর উপস্থিত বক্তৃতায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে বঙ্গবন্ধুর আত্মজীবনীর বই হাতে তুলে দেন।

আরও দেখুন

বড়াইগ্রামে শতবর্ষী বিদ্যালয়ের নাম পুনর্বহালের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: বড়াইগ্রামে শতাধিক বছর পূর্বে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী খাকসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *