নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে কিশোর অটোভ্যান চালক হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন 

গুরুদাসপুরে কিশোর অটোভ্যান চালক হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের গুরুদাসপুরে নৃশংসভাবে অটোভ্যান চালক কিশোর ইসমাইলের হত্যাকারী আটক আব্দুল্লাহ ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজকে উপজেলার খুবজিপুর ইউনিয়নের অধ্যক্ষ এম এ হামিদ কমপ্লেক্স এর সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কিশোর ইসমাইলের বাবা আনিসুর রহমান,মা বিউটি বেগম, নানী ছবিরুন বেওয়া ও প্রভাষক মহাসিন আলী। এসময় কান্নাজড়িত কন্ঠে নিহত পরিজনরা আটককৃত হত্যাকারী আসামীর ফাঁসির দাবি তুলেন। অপরদিকে এমানববন্ধনে  বিশেষ ট্রাইবুনামের মাধ্যমে এ বিচারের রায় দ্রত কার্যকরের দাবি জানান সচেতন এলাকাবাসী। 

গত ১৫এপ্রিল শনিবার উপজেলার খুবজিপুর ইউনিয়নের দিয়ারপাড়ার আমিরুল ইসলামের ছেলে আব্দুলাহ যাত্রী বেশে উঠে একই ইউনিয়নের খুবজিপুর উত্তরপাড়া আনিসুর রহমানের কিশোর ছেলে ইসমাইলের অটোভ্যানে। টাকার লোভ দেখিয়ে কিশোর ইসমাইলকে পাশ্ববর্তী সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার দিঘী সগুনা এলাকাতে নিয়ে গিয়ে শ্বাসরোধ হত্যা করে বোরো ধান জমিতে ফেলে দিয়ে ছিনতাই করে অটোভ্যান।

ছিনতাইকৃত অটোভ্যান বাজারে বিক্রয় করতে গেলে সন্দেহভাজন হওয়ায় পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে নিয়ে আসে থানাতে। বেড়িয়ে আসে সকল তথ্য। উদ্ধার করতে সক্ষম হয় কিশোরের মরদেহ। খবর দিলে কিশোরের বাবা আনিছুর রহমান তাড়াশ থানায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। আটক হয় আব্দুল্লাহ। এঘটনার পর থেকেই আসামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠে এলাকাবাসী। আটককৃত আসামীর দৃষ্টান্তমূলক ফাঁসির দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।।  

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …