শুক্রবার , এপ্রিল ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ক্ষতিগ্রস্ত হাঁস মালিককে নগদ অর্থ প্রদান করলেন জেলা প্রশাসক

ক্ষতিগ্রস্ত হাঁস মালিককে নগদ অর্থ প্রদান করলেন জেলা প্রশাসক


নিজস্ব প্রতিবেদক:
ক্ষতিগ্রস্ত হাঁস মালিককে নগদ অর্থ প্রদান করলেন জেলা প্রশাসক শামীম আহমেদ। আজ ৬ জুলাই বুধবার দুপুর বারোটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নতুন করে হাঁস কেনার জন্য নগদ অর্থ ক্ষতিগ্রস্ত দেলোয়ার হোসেন হাতে তুলে দেন তিনি। এ সময় তিনি তার আর্থিক অবস্থার খোঁজখবর নেন এবং আবারও নতুন করে হাঁস কেনার পরামর্শ দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলার প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম।

উল্লেখ্য, ছাতনী সুইস গেট এলাকায় দরিদ্র দেলোয়ার হোসেনের ১১ টি হাঁস বিষ প্রয়োগে হত্যা করেন তার প্রতিবেশী জনৈক জয়নাল ও রাজ। পরে দেলোয়ার হোসেন তার মৃত হাঁস নিয়ে থানায় এবং নাটোর প্রেসক্লাবে হাজির হয়। এই ঘটনায় প্রতিদিনের সংবাদ এর নাটোর প্রতিনিধি রফিকুল ইসলাম নান্টু জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিলে জেলা প্রশাসক শামীম আহমেদ তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত দেলোয়ার কে ওই হাঁস কিনে দেওয়ার ঘোষণা দেন।

আরও দেখুন

বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে মানব বন্ধন

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে চামটিয়া ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে সবুজ ছায়া সরকারি …