নীড় পাতা / কৃষি / ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মুক্ত আম ও লিচুর বাজারজাত নিশ্চিতে মোবাইল কোর্ট

ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মুক্ত আম ও লিচুর বাজারজাত নিশ্চিতে মোবাইল কোর্ট

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মুক্ত আম ও লিচুর বাজারজাত নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। আজ ১৭ মে, রবিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছমিনা খাতুনের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এ সময় নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের ৫ টি আম ও লিচু বাগান পরিদর্শন করেন তাঁরা। এসব বাগানের মালিকগণ ১০ থেকে ১৫ দিন আগে ওষুধ দিয়েছেন, এখন আর দিচ্ছেন না। ফল ভাঙ্গার ২০ দিন আগ পর্যন্ত কোন প্রকারের ওষুধ যেন না দেয়া হয় সে বিষয়ে আম ও লিচু বাগান সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়।

নিরাপদ আম ও লিচুর আহরণ ও বাজারজাতকরণের উদ্দেশ্যে জেলা প্রশাসনের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানানো হয়।

আরও দেখুন

গুরুদাসপুর খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ শুরু

নিজস্ব প্রতিবেদক: চলতি বোরো মওসুমে নাটোরের গুরুদাসপুর উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে সরকারি ধান-চাল সংগ্রহের উদ্বোধন …