নীড় পাতা / জেলা জুড়ে / কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের নতুন বাসের উদ্বোধন

কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের নতুন বাসের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের স্কুল বাসের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকালে বাসের দরজার ফিতা কেটে উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ পিএএ।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সকল কর্মকর্তা,কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক,ম্যানেজিং কমিটির সদস্যসহ ও সাংবাদিকবৃন্দ।

যদিও করোনাকালীন সময়ে রয়েছে নিরবচ্ছিন্ন ছুটি। তবুও বিভিন্ন ক্লাসের ছাত্র ছাত্রীদের ও তাদের অভিভাবকদের প্রয়োজনীয় শিক্ষাক্রম এর কার্যক্রম, টিউটরিয়াল জমাদান সহ সীমিত আকারে চলছে। তাই স্বাস্থ্যবিধি রক্ষার জন্য নিজেদের পরিবহন ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় প্রথম পর্যায়ে একটি বাসের শুভ উদ্বোধন করা হলো বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ।

আরও দেখুন

প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ,থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করেছে রুবেল নামের প্রেমিক ও তার দুই …