নীড় পাতা / আইন-আদালত / করোনা প্রতিরোধে বড়াইগ্রাম থানা পুলিশের অভিযান

করোনা প্রতিরোধে বড়াইগ্রাম থানা পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রামে করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখাসহ জন সমাগম বন্ধে কঠোর অবস্থান নিয়েছে থানা পুলিশ। তারা বড়াইগ্রাম ও বনপাড়া পৌরসভাসহ প্রত্যন্ত গ্রামগঞ্জে অলিতে গলিতে অভিযান পরিচালনা করছেন। এতে উপজেলার সব হাটবাজারে কাঁচা পণ্য, মুদী আর ওষুধের দোকান ছাড়া সব দোকান বন্ধ রয়েছে। জনসমাগম এড়াতে লোকজনকে জিজ্ঞাসাবাদ যানবাহন নিয়ন্ত্রণে কাজ করছেন তারা।

শনিবার সকাল থেকে সরজমিনে দেখা যায়, বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) সুমন আলীর নেতৃত্বে বড়াইগ্রাম থানা পুলিশের একটি টিম জোনাইল বাজার, বাগডোব বাজার, রোলভা বাজার ও রয়না মোড়, লক্ষীকোল বাজার ও চান্দাই হাটসহ বিভিন্ন এলাকায় তিনটি পিক আপে টহল দিচ্ছে। টহল টিমে তার সঙ্গে উপ-পরিদর্শক শামসুল ইসলাম, রবিউল করিম, আনোয়ার হোসেন, আবুল কালাম আযাদ ও বাবুল হোসেনসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তারা সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে বসানো জোনাইল হাট ও চান্দাই হাট ভেঙ্গে দেন এবং লোকজনকে ছত্রভঙ্গ করে দেন। একই সঙ্গে তারা হ্যান্ড মাইকে বাজারসহ বিভিন্ন সড়কে রিক্সা-ভ্যান, অটো রিক্সা ও মোটরসাইকেল চালকসহ সাধারণ যাত্রীদের বাড়ির বাইরে বের না হওয়ার আহŸান জানান।

এ সময় ওসি (তদন্ত) সুমন আলী জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তিনিসহ থানা পুলিশ সকাল থেকে রাত পর্যন্ত কয়েকটি টিমে ভাগ হয়ে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছেন। তিনি বলেন, করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় সবাইকে সচেতন হয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এ কাজে পুলিশের পাশাপাশি সাধারণ নাগরিকদেরকেও নিজ দায়িত্বে ঘরে থেকে সহযোগিতা করতে হবে।

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …