নীড় পাতা / জেলা জুড়ে / করোনা পরিস্থিতিতে নলডাঙ্গার নরসুন্দর সমিতির সদস্যদের দৈন্যদশা

করোনা পরিস্থিতিতে নলডাঙ্গার নরসুন্দর সমিতির সদস্যদের দৈন্যদশা

বিশেষ প্রতিবেদকঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলা বাজারের নরসুন্দর সমিতির সদস্যদের আয় রোজগার বন্ধ হয়ে চরম দৈন্যদশার উপক্রম হয়েছে। নলডাঙ্গার প্রায় ২০/২৫ টি সেলুনের নরসুন্দরদের চাওয়া প্রশাসন বা বিত্তবানরা তাদের সহায়তায় এগিয়ে আসুক। তা না হলে স্ত্রী-সন্তানসহ পরিবার নিয়ে দিনাতিপাত করতে তাদের চরম কষ্টভোগ করতে হচ্ছে।

নলডাঙ্গা হাইস্কুল সংলগ্ন স্কুল মার্কেটের নরসুন্দর সন্তোষ সরকার ও বলাই শীল নারদ বার্তাকে জানান, ‘করোনাভাইরাসের আক্রমন থেকে বাঁচার জন্য সরকারের নির্দেশের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা দোকান বন্ধ রেখেছি। কিন্তু আমরা সংখ্যায় অতি নগন্য হওয়ায় আমাদের দিকে কেউ সহায়তার হাত বাড়ায় না। আমরা কখনই কারো কাছে হাত পাতিনি।’

সন্তোষ বলেন, ‘শুনেছি জেলা প্রশাসন থেকে দিন এনে দিন খাওয়া পরিবারের জন্য খাদ্যদ্রব্য বিতরণ করবে। খোঁজ নিয়ে দেখলাম সেই তালিকায় আছে শুধু রিক্সা-ভ্যান চালক ও তাদের পরিবার। এদের পাশাপাশি যারা শুধুমাত্র দোকানের আয় দিয়ে সংসার চালায় তাদের কথাও জেলা প্রশাসক মহোদয় বিবেচনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন নলডাঙ্গা নরসুন্দর সমিতির প্রতিনিধি সন্তোষ সরকার।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …