নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / করোনা আপডেট নাটোরঃ বেড়েই চলেছে অপেক্ষমান নমুনার তালিকা

করোনা আপডেট নাটোরঃ বেড়েই চলেছে অপেক্ষমান নমুনার তালিকা

বিশেষ প্রতিবেদকঃ

নাটোরে এ পর্যন্ত করোনা ভাইরাস পজেটিভ রোগী ১০জন।

আজ বৃহস্পতিবার পর্যন্ত প্রেরিত ৮৪০ টি নমুনার মধ্যে ৩২৪ টির ফলাফল নেগেটিভ এসেছে। যেখানে অপেক্ষমাণ রয়েছে ৪৮৯ টি নমুনা। যা অত্যন্ত দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আজ নতুন করে আরো ৫৯ টি নমুনা প্রেরণ করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইরোলজি বিভাগে বলে নারদবার্তাকে নিশ্চিত করেন সিভিল সার্জন। যার মধ্যে সিংড়া উপজেলা থেকে ১৮ টি, লালপুর উপজেলা থেকে ১৪ টি, বড়াইগ্রাম উপজেলা থেকে ১১ টি, বাগাতিপাড়া উপজেলা থেকে ৯ টি, গুরুদাসপুর উপজেলা থেকে ২ টি, নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে ৩ টি এবং সদর উপজেলা কমপ্লেক্স থেকে ২ টি নমুনা প্রেরণ করা হয়।

নাটোর সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান নারদবার্তাকে জানান সচেতনতাই উত্তম প্রতিরোধ। সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চললেই এ রোগের প্রতিকার সম্ভব।

আরও দেখুন

ঈদের পরদিনই পরিচ্ছন্ন শহর পাবেনরাজশাহী মহানগরবাসী ঃ রাসিক মেয়র লিটন\

নিজস্ব প্রতিবেদক: প্রেস বিজ্ঞপ্তি, ১৭ জুন ২০২৪বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের …