নীড় পাতা / উত্তরবঙ্গ / কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে দুপচাঁচিয়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে দুপচাঁচিয়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক,দুপচাঁচিয়া:
”পুলিশই জনতা জনতায় পুলিশ”এই প্রতিপাদ্যকে ধারন করে বগুড়ার দুপচাঁচিয়ায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি পুলিশিং ফোরাম দুপচাঁচিয়া থানা আয়োজনে ২৯ অক্টোবর শনিবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্তর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়ত সভাকক্ষে থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দুপচাঁচিয়া ও আদমদিঘী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং এর সভাপতি আলহাজ্ব ফজলুল হক, উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারন সম্পাদক এমদাদুল হক, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম মহলদার, বীরমুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ পৌর আ’লীগের সাধারন সম্পাদক আমিনুল মহলদার, আ’লীগর নেত্রী শামীমা আক্তার মুক্তা অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেসকাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স সহ প্রমুখ।

আরও দেখুন

বগুড়া-নাটোর মহাসড়কে বেআইনিভাবে ট্রাক পার্কিং করলেই মামলা 

নিজস্ব প্রতিবেদক: বগুড়া-নাটোর মহাসড়কে দুর্ঘটনা রোধে বেআইনিভাবে ট্রাক পার্কিংসহ তিন চাকার অবৈধ যানবাহন চলাচল বন্ধ …