নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘একতরফা নয়’

কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘একতরফা নয়’

শাহিনা রঞ্জু

একতরফা নয়

পাখি হওয়ার বাসনাই যদি দিলে
উড়ালে না কেন একদিনও?
অন্যতম না হলেও তোমার
প্রিয়জন হতে চেয়েছি নিরন্তর
কে আমায় অবরুদ্ধ করে অহর্নিশ
অজানা হলেও তা সত্য
সবই তোমার রচনা,
তোমার রচিত কারাগারের
ভীতু চঞ্চল বিহগী হয়েই আছি।
আমি আর আমার শব্দে
খুব ভয় হয় আজকাল
জেনে গেছি সব তুমি, তাই
ডানাগুলো ভেঙে ভেসে গেছে
কখনো নিরবে কখনো স্বরবে এখন
কারনে অকারনে অশ্রু ঝরে ঝরে যায়।
তীর্থ যাত্রার পথেঘাটে
প্রতিপক্ষ হয়ে ঘাপটি মেরে
যে আছে অপেক্ষা করে গোপন
তার ভয়ে সংকীর্ণ হয়ে আছি।
অনুরাগ একতরফা কিন্তু নয়
আকর্ষণ একতরফা কিন্তু নয়
প্রনয় একতরফা কিন্তু নয়
রোদনও একতরফা কিছু নয়।

মিরপুর -২
১১/০১/২০২০

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …