নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি ঋতিল মনীষার কবিতা ‘প্ররোচনা দাও নিশ্চিহ্ন হওয়ার`

কবি ঋতিল মনীষার কবিতা ‘প্ররোচনা দাও নিশ্চিহ্ন হওয়ার`

কবি- ঋতিল মনীষা

কবিতা- প্ররোচনা দাও নিশ্চিহ্ন হওয়ার

প্ররোচনা দাও আমায় অন্তর্হিত হওয়ার।
হাঙরের পেটে মজে যাওয়া নিরেট খাবারের ভাঁড়।
সমস্ত সময় পড়ে থাকুক দেরাজে বা শৈলঅন্তরীপে
এখনই ঠিক মুহুর্ত –
সুন্দরতম অথবা অপহৃত-
তুলে নাও হাঁড়ের ভাজেঁ লেগে থাকা সুস্বাদু মাংস।
দাঁত দিয়ে অথবা খুঁটিয়ে খাও
বিলুপ্ত দেশের অবশিষ্ট মানচিত্র।

সবল হাড়েদের বিদ্রোহের প্ররোচনা দরকার।
কর্ণ গহ্ববরে অশ্রাব্য প্রস্তাব শিখিয়ে দেবে পথ নগ্ন হাঁটার-
জ্যোৎস্নার প্রশ্রয়ে চাঁদের জ্বালাময়ী
ডাকে বের হই না রাতে
ঘরে বসে টুকরো টুকরো হই দেয়ালে-মেঝেতে,
ঘুম নিয়ে এসো দু:সপ্ন,
যাত্রা শেষে অপরিদৃষ্ট হওয়ার।
যেখানে যা আবর্জনা পড়ে আছে কুড়িয়ে নিয়ে
বদলে দাও রোদের ভাষা,
আস্ত শীতের নিষ্কিৃয় প্রলোভন।
প্ররোচনা দাও নিশ্চিহ্ন হবার,
উপেক্ষা করার অজস্র ব্যর্থতার গোপন ভার,
হাঙরের উদ্গত পেটে সন্ধ্যা রচনার নান্দনিক আঁধার।

১২.০২.২০১৮

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …