নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি আব্দুল্লাহ আল মামুনের কবিতা” নগ্নপায়ে শীতের সকাল “

কবি আব্দুল্লাহ আল মামুনের কবিতা” নগ্নপায়ে শীতের সকাল “

“”নগ্নপায়ে শীতের সকাল“”

সে দিন ফাল্গুনের হৃদয়,
ছুঁয়ে ছিল আন্দোলনের ডাক ছিলোনা বিকেলে,
কোন পাখির কুঞ্জন নিস্তব্ধ ছিল ৩৬বি,
নীলক্ষেত ব্যারাক ফাঁকা হয়েছিল লক্ষণপুরের মায়ের বুক।

রাজপথ তখন উত্তাল
মায়ের ভাষার দাবিতে টগবগে তরুণ
সালামের হৃদয়েও ছুঁয়ে যায়,
আন্দোলনের ডাক।

শাসকগোষ্ঠী চায় মায়ের ভাষা কেড়ে নিতে,
ম্লোগানে ম্লোগানে মুখরিত ছাত্র-জনতা রাষ্ট্র ভাষা বাংলা চাই,
রাষ্ট্র ভাষা বাংলা চাই।

মূহুত্বেই কম্পিত হলো রাজপথ ভেঙ্গে দিল বেরিকেড,
নির্বিচারে কয়েকটা বুলেট রক্তাত্ব করলো ফাগুন কে পলাশ
শিমুলের বুকে নিথর দেহে লুটিয়ে তরুণ সালাম।

অশ্রু ঝরা মায়ের দীর্ঘশ্বাস,
খোকা ফিরবে তো ?
খোকা ফিরল মায়ের কাছে নতুন একটা ভাষা নিয়ে প্রভাত ফেরী হয়ে,
নগ্নপায়ে শীতের সকাল হয়ে।
মা চেয়েছিলো ছেলে ফিরুক বীরের বেসে ছেলে ফিরেছে নিথর দেহে,
রক্তে ভেজা কফিনে সেই কফিনে জন্ম হয়েছে একটা ভাষা মোদের প্রাণের,
বাংলা ভাষা।

লেখক: আব্দুল্লাহ আল মামুন

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …