অসিত কর্মকার
নিমতেতো সত্য
দাঁতে দাঁতে মাংস পেষার মতো,
গদ্যে দুর্বলদের পিণ্ডি চটকায় যারা
তারা সংকর গদ্যবাজ।
যেমন
“কঠিন নিমতেতো
দুধে ভিজিয়ে রাখলেও
কখনও মধুর হয় না।”
তেমন
সাহিত্যে চুবানি দিলেও, এদের রচনায়
বাঙালির আমেজ পাওয়া যায় না।
২৯-০৯-২০১৯ ইং