সোমবার , এপ্রিল ১৪ ২০২৫
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি অসিত কর্মকারের কবিতা ‘নিমতেতো সত্য’

কবি অসিত কর্মকারের কবিতা ‘নিমতেতো সত্য’

অসিত কর্মকার

নিমতেতো সত্য

দাঁতে দাঁতে মাংস পেষার মতো,
গদ্যে দুর্বলদের পিণ্ডি চটকায় যারা
তারা সংকর গদ্যবাজ।

যেমন
“কঠিন নিমতেতো
দুধে ভিজিয়ে রাখলেও
কখনও মধুর হয় না।”

তেমন
সাহিত্যে চুবানি দিলেও, এদের রচনায়
বাঙালির আমেজ পাওয়া যায় না।

২৯-০৯-২০১৯ ইং

আরও দেখুন

আজ চৈত্র সংক্রান্তি, চৈত্র মাসের শেষদিন। ‘সংক্রান্তি’ বলতে বোঝায় মাসের শেষ দিনে সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে উত্তরণ

চৈত্র সংক্রান্তি -শেখর কুমার সান্যাল,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, আজ চৈত্র সংক্রান্তি, চৈত্র মাসের শেষদিন। ‘সংক্রান্তি’ বলতে বোঝায় মাসের …