শুক্রবার , এপ্রিল ১৯ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি অসিত কর্মকারের কবিতা ‘নিমতেতো সত্য’

কবি অসিত কর্মকারের কবিতা ‘নিমতেতো সত্য’

অসিত কর্মকার

নিমতেতো সত্য

দাঁতে দাঁতে মাংস পেষার মতো,
গদ্যে দুর্বলদের পিণ্ডি চটকায় যারা
তারা সংকর গদ্যবাজ।

যেমন
“কঠিন নিমতেতো
দুধে ভিজিয়ে রাখলেও
কখনও মধুর হয় না।”

তেমন
সাহিত্যে চুবানি দিলেও, এদের রচনায়
বাঙালির আমেজ পাওয়া যায় না।

২৯-০৯-২০১৯ ইং

আরও দেখুন

বড়াইগ্রামে বাংলা নববর্ষ উদযাপন 

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যেগে বাংলা নববর্ষ ১৪৩১  উদযাপন করা হয়েছে। পরে সকাল …