নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / এ কে সরকার শাওনের কবিতা “একাকীত্বের নিশান”

এ কে সরকার শাওনের কবিতা “একাকীত্বের নিশান”

একাকীত্বের নিশান

এই মহাবিশ্ব চরাচরে,
আমি চির বন্ধুহীন শত্রুহীন;
জনমানবহীন ভুখন্ডে শত বছর
ধরে হেটে চলেছি সঙ্গীবিহীন!

আমি নিকষ কালো রাতের মত
লম্বাকায় বৃক্ষের মতো নিঃসঙ্গ!
স্রোতস্বিনী নদীর কাজলধোয়া জলে
নিত্য বিধৌত আমার অপাঙ্গ!

আমি একাকিনী দূর দ্বীপবাসীনী
জনমদুখির দীর্ঘশ্বাসের মতো,
মহাকাশের মহাশূন্যতার মতো বড্ড একা আমি প্রতিনিয়ত ;
স্বীয় আর্তনাদের প্রতিধ্বনি শুনি!
আমি চির অবরোধবাসিনী!
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরা কষ্টে
চৈত্রের কাঠফাটা রৌদ্রদগ্ধ আমি চির বিদগ্ধা মৌন পাহাড়!

কনডেম সেলে মৃত্যুর প্রহরগোনা
দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামির মতোই
আমি একখণ্ড মাংসপিণ্ড নিসাড়!
চির দুর্বিনীত আপোষহীন আমি
একাকী দাড়িয়ে শির টানটান ;
ধংসস্তুপের শিখরে টানিয়েছি চির একাকীত্বের বিজয় নিশান!

কবিতাঃ একাকীত্বের নিশান
কাব্যগন্থঃ প্রলয়-প্রলাপ
এ কে সরকার শাওন শাওনাজ, ঢাকা।
২৮.০২.২০২০ অনুরোধে ও উৎসর্গঃ খন্দকার জাকিয়া ইসলাম

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …