নীড় পাতা / জাতীয় / এবারের গ্রন্থমেলায় প্রধানমন্ত্রীর নতুন বই ‘মাই ফাদার, মাই বাংলাদেশ

এবারের গ্রন্থমেলায় প্রধানমন্ত্রীর নতুন বই ‘মাই ফাদার, মাই বাংলাদেশ

নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন বই ‘মাই ফাদার, মাই বাংলাদেশ’ অমর একুশে গ্রন্থমেলার প্রথমদিন আজ প্রকাশিত হবে। আগামী প্রকাশনী থেকে প্রকাশিতব্য এই বইটিতে তার লিখিত শেখ মুজিব আমার পিতা গ্রন্থের নির্বাচিত ছয়টি প্রবন্ধের অনুবাদ স্থান পেয়েছে। প্রবন্ধগুলো হচ্ছে, বাংলাদেশ উইনস ফ্রিডম, মাই ফাদার শেখ মুজিবুর রহমান, মেমোরিস অব টুঙ্গিপাড়া এ্যান্ড দ্য ফিউচার অব রুরাল বাংলাদেশ, দ্য মার্ডার অব শেখ মুজিব এ্যান্ড দ্য এটাক অন আওয়ার ইয়ং ন্যাশন, দ্য হাউজ অন ধানমন্ডি থার্টি টু, এ পিলগ্রিমেজ অব দ্য ন্যাশন। খবর বাসসর। 

বইটি অনুবাদ করেছেন সুনন্দন রায় চৌধুরী, সম্পাদনা করেছেন ড. রাশিদ আসকারী। বইটির মূল্য ২৫০ টাকা। বইটির উৎসর্গ পত্রে লেখা হয়েছে মাই ফাদার শেখ মুজিবুর রহমান এ্যান্ড মাই মাদার শেখ ফজিলাতুন নেসা মুজিব (রেণু)। 

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …