নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / এনএস কলেজে অসমাপ্ত আত্মজীবনী নিয়ে পাঠচক্র

এনএস কলেজে অসমাপ্ত আত্মজীবনী নিয়ে পাঠচক্র

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রাণিবিদ্যা বিভাগের এই কর্মসূচীর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অধ্যাপক মো. জহিরুল ইসলাম।

প্রাণিবিদ্যা বিভাগের সেমিনার কক্ষে বিভাগীয় প্রধান অধ্যাপক জান্নাতুল ফেরদৌস রুমার সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক মুনসুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক গোলাম মওলা খান, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান আব্দুল লতিফ মিয়া, ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আব্দুল মতিন প্রমূখ।

অধ্যক্ষ জহিরুল ইসলাম বলেন, শুধু বিষয় ভিত্তিক বই পড়লে হয়তো ভালো ফলাফল হবে কিন্তু বিশ্বকে জানা সম্ভব নয়। যত বেশি বই পড়বে তত বেশি জানতে পারবে। চাকরীর ক্ষেত্রেও সকল বিষয়ের জ্ঞান থাকা আব্যশক। তিনি প্রাণিবিদ্যা বিভাগকে এই ধরনের আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

আরও দেখুন

নাটোরে প্রচারণাকালে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ 

নিজস্ব প্রতিবেদক: নাটোর সদর উপজেলার প্রতিদ্বন্দ্বী ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে …