নীড় পাতা / জাতীয় / উৎসব মুখর পরিবেশে রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচন চলছে

উৎসব মুখর পরিবেশে রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচন চলছে

নিউজ ডেস্ক:
রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচন -২০২২ অনুষ্ঠিত হচ্ছে। আজ  বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১০ হতে বিকেল ৫ টা পর্যন্ত  আদালতপাড়ায় ভোটগ্রহণ চলবে। মাঝে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি থাকবে।

এদিকে নির্বাচনের আগের দিন বুধবার প্রচারণায় জমজমাট হয়ে ওঠে আদালতপাড়া। নির্বাচনে দুটি প্যানেল থেকে প্রার্থীরা লড়ছেন। 

আওয়ামী লীগ মনোনীত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ইব্রাহিম-একরাম প্যানেল এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য মনোনীত আবুল কাসেম-পারভেজ জাহেদী প্যানেলে প্রার্থীরা ভোটের লড়াইয়ে নেমেছেন।

এ বছর আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেল থেকে সভাপতি পদে ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক পদে একরামুল হক,  অপর দিকে  বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে আবুল কাসেম ও সাধারণ সম্পাদক পদে পারভেজ তৌফিক জাহেদী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটাররা জানায়, সুষ্ঠ ও সুন্দরভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। সকলেই উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছি।

আরও দেখুন

নন্দীগ্রামে ছিনতাই হওয়া ধানবোঝাই ট্রাকসহ তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাসস্ট্যান্ড এলাকা থেকে ছিনতাই হওয়া ধানবোঝাই ট্রাক উদ্ধারসহ তিন …