নিজস্ব প্রতিবেদক:
উৎসব মুখর পরিবেশে নাটোর ও বাগাতিপাড়া পৌরসভায় এই প্রথম ইভিএমপদ্ধতিতে চলছে ভোট গ্রহণ। আজ রবিবার সকাল ৮ টা থেকে নাটোরপৌরসভার ৩০ টি কেন্দ্রে ও বাগাতিপাড়া পৌরসভার ৯টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত। ভোটগ্রহণের শুরুতে মহিলা ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। জেলানির্বাচন কার্যালয় থেকে ইভিএম পদ্ধতি সম্পর্কে পূর্বেই দুটিপৌরসভার সবগুলি কেন্দ্রে মক ভোটিংএর মাধ্যমে ভোটারদের ভোটদান পদ্ধতিদেখানো হয়েছে।
ভোটাররা জানান, প্রথমে এ পদ্ধতি সম্পর্কে জানা নাথাকলেও মক ভোটিং দেখে এখন আর ভোটদানে কোন অসুবিধা হচ্ছে না।এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচনী এলাকায়বিজিবি, র্যাব ও পুলিশ স্ট্রাইকিং ফোর্স কাজ করছে।জেলা নির্বাচন কার্যালয় সুত্রমতে নাটোর পৌরসভার মোট ভোটারসংখ্যা ৬৪ হাজার ২৩৪ জন। এই পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৬৪ জনপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে প্রধান দলে রয়েছে একজনবিদ্রোহী প্রার্থী।
অপরদিকে মামলা সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘ ১৬ বছর পরে নির্বাচনহচ্ছে বাগাতিপাড়া পৌরসভায়। পৌরসভার মোট ভোটার সংখ্যা ৮ হাজার৫৮৫জন। এই পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত নারী কাউন্সিলরপদে ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতাকরছেন।
এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্ত আছলামউদ্দিন জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ করতে সকলপ্রস্থুতি গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ৩ প্লাটুন বিজিবি,র্যাব, পুলিশ ও আনসারসহ ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।প্রতিটি ওয়ার্ডে একজন কওে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছাড়াও তাৎক্ষনিকব্যবস্থা গ্রহণ করতে একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটও নিয়োজিতথাকবে।
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / উৎসব মুখর পরিবেশে নাটোর ও বাগাতিপাড়া পৌরসভায়এই প্রথম ইভিএম পদ্ধতিতে চলছে ভোট গ্রহণ
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …