নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / উপনির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত -৭

উপনির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত -৭

নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৭ জুলাই অনুষ্ঠেয় নাটোরের ছাতনী ইউনিয়নে একটি ওয়ার্ডের উপনির্বাচনে দুই মেম্বার পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের হেলাল মন্ডল ৫৫, ইমরান মন্ডল ৩৫, সাইদুল সোনার ৪৮, রাহুল ১৮, রবিউল ২৮, আসিক ২২, সাইদুল ৪০, নুর ইসলাম ৩২, সহ অন্তত ৮ জন আহত হয়। আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল ২৪ জুলাই রবিবার রাত এগারোটার দিকে ছাতনী বটতলায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ২৪ তারিখ সোমবার রাত ১১ টার ছাতনী ইউনিয়নের কেশবপুর বটতলায় মেম্বার পদপ্রার্থী নুর ইসলাম বাবুর কর্মীদের সাথে অপর প্রার্থী বিপ্লবের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এছাড়াও ছাতনী দিয়ারে দুই পদপ্রার্থীর সংঘর্ষে মেম্বার পদপ্রার্থী নুর ইসলাম বাবু এবং আরো ৪ জন আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ৩ নং ওয়ার্ডে এমন ঘটনা তারা কখনোই দেখেনি, দুই মেম্বার পদপ্রার্থীর এমন সংঘর্ষে আমরা আতংকিত।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য স্থানীয় মেম্বার মহসিন আলীর মৃত্যুতে এই ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় সেরা শিক্ষক-শিক্ষার্থী নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে উপজেলা পর্যায়ে সেরা শিক্ষক-শিক্ষার্থী এবং প্রতিষ্ঠান নির্বাচিত …