নীড় পাতা / উত্তরবঙ্গ / ঈশ্বরদীতে শ্বশুর-জামাই চেয়ারম্যান

ঈশ্বরদীতে শ্বশুর-জামাই চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী (পাবনা):
ঈশ্বরদীতে শ্বশুর-জামাই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাবনার ঈশ্বরদীতে ৭টি ইউনিয়নে রোববার শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে দুটি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামাই-শ্বশুর। শ্বশুর লড়েছেন মুলাডুলি ইউনিয়ন পরিষদে আর জামাই সাহাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক মালিথা। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।
অন্যদিকে সাহাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভ করেন আব্দুল খালেকের জামাই এমলাক হোসেন বাবু। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন। মোটর সাইকেল প্রতীক নিয়ে রোববার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …