নীড় পাতা / উত্তরবঙ্গ / ঈশ্বরদীতে শিক্ষকদের মানববন্ধন

ঈশ্বরদীতে শিক্ষকদের মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ শ্লেগাণে ভাস্কর্যবিরোধী অপতৎপরতা রুখতে ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষকদের আয়োজনে সোমবার কলেজ গেটে মানববন্ধন ও পথসভার অনুষ্ঠিত হয়েছে।

এ সময় অধ্যক্ষ প্রফেসর জাকিরুল হক বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবিধানিকভাবে স্বীকৃত জাতির পিতা। তাঁর বিরুদ্ধে কুরুচিপূর্ণ কোনো মন্তব্য এবং তার বিপক্ষে অবস্থান নিয়ে পরিচালিত যে কোনো অপতৎপরতা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবিত শিক্ষকরা মেনে নেবে না। যে কোনো মূল্যে একাত্তরের পরাজিত অপশক্তির এই দোসরদের প্রতিহত করা হবে। 

এ সভায় আরো বক্তব্য রাখেন, শিক্ষক কাউন্সিলের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক হাফিজা খাতুন, সাবেক সাধারণ সম্পাদক মুরারি মোহন দাস, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান রবিউল ইসলাম। সঞ্চালনা করেন হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুরাদ হোসেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলায় সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: গত নির্বাচনে পরাজিত প্যানেলের কতিপয় সদস্য নিজেদের স্বার্থ হাসিলের জন্য দু’জন পরিচালকের নেতৃত্বে …