বৃহস্পতিবার , মে ৯ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পাবনা / ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা সেলিম হত্যার ১ বছর পূর্তিতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা সেলিম হত্যার ১ বছর পূর্তিতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী
দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নিহত বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান সেলিমের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেলিম হত্যাকান্ডের এক বছর পূর্তিতে বৃহস্পতিবার আসরের নামাজের পর পাবনার ঈশ্বরদী পাকশী বিবিসি বাজারের সড়কে মুক্তিযোদ্ধা-জনতা কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।

মুক্তিযোদ্ধা-জনতা কমিটির আহব্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা চান্না মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, পৌর সভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, তহুরুল আলম মোল্লা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, পাকশী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সাইফুজ্জামান পিন্টু, নিহত মুক্তিযোদ্ধার সন্তান তানভীর রহমান তন্ময়। সভা সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু।

প্রসঙ্গত: ২০১৯ সালের ৬ ফেব্রæয়ারী রাত ৯ টার দিকে পাকশীর রূপপুরের বিবিসি বাজার হতে নিজ বাড়িতে ঢোকার মূহুর্তে অন্ধকারে পূর্ব হতে ওঁত পেতে থাকা আততায়ীরা তাঁকে লক্ষ্য করে ৩টি গুলি বর্ষণ করে দ্রæত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মুক্তিযোদ্ধা সেলিমকে তাৎক্ষণিকভাবে প্রায় ৯ কিলোমিটার দূরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১০.২৫ মিনিটের সময় এ্যাম্বুলেন্সের মধ্যেই তাঁর প্রাণ বায়ু বেরিয়ে যায়। এঘটনায় ঈশ্বরদী ও পাকশীর মুক্তিযোদ্ধা জনতা গত এক বছরে বিভিন্ন সময়ে মানববন্ধন, প্রতিবাদ সভা এমনকি হরতাল কর্মসূচি পালন করলেও মুক্তিযোদ্ধা সেলিম হত্যাকান্ডের প্রকৃত খুনি এখনও গ্রেফতার হয়নি।

আরও দেখুন

দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে মেধাবী সংবর্ধনা ও ফ্যামিলি স্পোর্টস ডে উদযাপন

ডেস্ক নিউজ:বণার্ঢ্য আয়োজনে দাশুড়িয়ার স্বনামধন্য প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের মেধাবী সংবর্ধনা ও ফ্যামিলি …