নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী
ঈশ্বরদীস্থ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে দুই দিন ব্যাপী গবেষণা-সম্প্রসারণ কর্মশালা’ৎ২০১৯ শুরু হয়েছে। শনিবার সকালে বিএসআরআই-এর অডিটোরিয়ামে কর্মশালার উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব এম নাসিরুজ্জামান। সভাপতিত্ব করেন বিএসআরআই-এর মহাপরিচালক ড. আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সাবেক মহাপরিচালক ড. খলিলুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক আবুদর রাজ্জাক ও বিএসএফআইসি’র উপ-পরিচালক আখতার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিএসআরআই-এর পরিচালক (্িটওটি) ড.এএসএম আমানুল্লাহ। বিএসআরআই-এর পরিচিতি উপস্থাপন করেন পরিচালক (গবেষণা) ড. সমজিৎ কুমার পাল। সুগারক্রপ চাষের প্রযুক্তি বিস্তারে বিরাজমান সমস্যা ও গবেষণা অগ্রাধিকার নিরূপণ বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আমিরুল হক চৌধুরী।
প্রধান অতিথি কৃষি সচিব নাসিরুজ্জামান গবেষণাকে মাঠ পর্যায়ে কাজে লাগানোর জন্য বিএসআরআই-এর বিজ্ঞানীদের আহব্বান জানিয়েছেন।
কর্মশালায় দেশের বিভিন্ন এলাকা হতে আগত আখ চাষী, চিনিকল সমূহের কর্মকর্তা, কৃষি সংশ্লিষ্ঠ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও বিজ্ঞানীরা বক্তব্য রাখেন।
আরও দেখুন
কবি নজরুলের কাজগুলি ভারত ও বাংলাদেশের একটি যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য- মি. প্রণয় ভার্মা
নিউজ ডেস্ক ………‘কবি নজরুলের কাজগুলি ভারত ও বাংলাদেশের একটি যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য’-ঢাকায় ভারতীয় হাইকমিশন আয়োজিত …