শনিবার , এপ্রিল ২০ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ঈশ্বরদীতে গবেষণা-সম্প্রসারণ কর্মশালা

ঈশ্বরদীতে গবেষণা-সম্প্রসারণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী
ঈশ্বরদীস্থ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে দুই দিন ব্যাপী গবেষণা-সম্প্রসারণ কর্মশালা’ৎ২০১৯ শুরু হয়েছে। শনিবার সকালে বিএসআরআই-এর অডিটোরিয়ামে কর্মশালার উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব এম নাসিরুজ্জামান। সভাপতিত্ব করেন বিএসআরআই-এর মহাপরিচালক ড. আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সাবেক মহাপরিচালক ড. খলিলুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক আবুদর রাজ্জাক ও বিএসএফআইসি’র উপ-পরিচালক আখতার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিএসআরআই-এর পরিচালক (্িটওটি) ড.এএসএম আমানুল্লাহ। বিএসআরআই-এর পরিচিতি উপস্থাপন করেন পরিচালক (গবেষণা) ড. সমজিৎ কুমার পাল। সুগারক্রপ চাষের প্রযুক্তি বিস্তারে বিরাজমান সমস্যা ও গবেষণা অগ্রাধিকার নিরূপণ বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আমিরুল হক চৌধুরী।

প্রধান অতিথি কৃষি সচিব নাসিরুজ্জামান গবেষণাকে মাঠ পর্যায়ে কাজে লাগানোর জন্য বিএসআরআই-এর বিজ্ঞানীদের আহব্বান জানিয়েছেন।
কর্মশালায় দেশের বিভিন্ন এলাকা হতে আগত আখ চাষী, চিনিকল সমূহের কর্মকর্তা, কৃষি সংশ্লিষ্ঠ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও বিজ্ঞানীরা বক্তব্য রাখেন।

আরও দেখুন

২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি ট্রেনের ইঞ্জিনের হুকে ঝুলে ছিল নারীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক,হিলি :দিনাজপুরের হিলি রেলস্টেশনে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে …