নীড় পাতা / উত্তরবঙ্গ / পাবনা / ঈশ্বরদীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ঈশ্বরদীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে পাবনার ফরিদপুরে ৫৫০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের পরিদর্শক ছানোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

জানা যায়, ফরিদপুর থানার খাগড়বাড়ীয়া গ্রামে অভিযানের সময় ৫০০ পিচ ইয়াবাসহ কাওসার আলী (২৪)কে আটক করা হয়। সে ওই থানার খলিশাদহ গ্রামের আদম সরদারের পুত্র। পরে একই গ্রামের আবুল খায়েরের পুত্র আবীর মাহমুদ রিমু (২৪) ৫০ পিচ ইয়াবাসহ আটক হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজার হতে ইয়াবা এনে ফরিদপুর থানার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল।
আটককৃতদের বিরুদ্ধে ফরিদপুর থানায় মামলা দায়ের হয়েছে।

আরও দেখুন

নাটোরে পূর্ব বিরোধের জেরে কৃষককে পিটিয়ে আহতের ঘটনায় মামলা নিতে পুলিশের গড়িমশি-
ঘটনার ১৫ দিন পর থানা পুলিশকে মামলা নিতে নির্দেশ আদালতের

নিজস্ব প্রতিবেদক:নাটোরে পূর্ব বিরোধের জেরে সোনাতন চন্দ্র দাস (৫৬) নামে এক কৃষককে পিটিয়ে আহত করার …