বৃহস্পতিবার , মে ২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / আবারো ছাত্রলীগের বিক্ষোভ করেছে নাটোরে

আবারো ছাত্রলীগের বিক্ষোভ করেছে নাটোরে

নিজস্ব প্রতিবেদক:
গতকাল স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও স্বনির্ভর ইউসিসি লিমিটেড নাটোরের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ ডলার এবং ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহিনের ওপর হামলার প্রতিবাদে আবারো বিক্ষোভ এবং সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ।
আজ বুধবার বিকেলে শহরের মাদ্রাসা মোড় এলাকার স্বাধীনতা চত্বরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ এবং সমাবেশ করে।

গতকালের হামলায় জড়িতদের গ্রেফতার না করার প্রতিবাদে আজও তারা এই বিক্ষোভ এবং অবরোধের ডাক দেয়। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ ডলার, ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীন প্রমূখ।
ঘন্টা খানেক অবরোধ করে তারা আল্টিমেটাম দিয়ে সরে যায়। এ সময়ে ছাত্রলীগ নেতারা জানায়, আজ রাতের মধ্যে হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার করা না হলে আগামীকাল সকাল থেকে তারা আবারও অবরোধ এবং বিক্ষোভ করবে। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ ছাত্রলীগ নেতাদের আশ্বস্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। এ সময় বিপুল পুলিশ মোতায়েন করা হয় মাদ্রাসা মোড় এলাকায়। এর আগে ছাত্রলীগের কর্মীরা শহরের তিনটি স্থানে তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে।

আরও দেখুন

হিলি দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক:মহান আর্ন্তজাতিক পহেলা মে দিবস উদযাপন উপলক্ষে এক দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের …