নীড় পাতা / জেলা জুড়ে / আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতিসহ ৫ দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি কঠোর হুশিয়ারি

আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতিসহ ৫ দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি কঠোর হুশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

নাটোরে আদিবাসী হিসেবে সাংবাদিক স্বীকৃতি, ৫% আদিবাসী কোটা, পৃথক মন্ত্রনালয় ও ভূমি কমিশন গঠনসহ ৫ দফা বাস্তবায়নে সরকারের প্রতি কঠোর হুশিয়ারি দিয়েছে আদিবাসী ছাত্র ও যুব পরিষদ।  শুক্রবার দুপুরে নাটোর শহরের আলাইপুরস্থ মুসলিম ইন্সটিটিউটের হলে  আদিবাসী ছাত্র ও যুব পরিষদের আয়োজনে রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় এই হুশিয়ারি দেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। এর আগে মুসলিম হল ইন্সটিটিউট থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তরুণ কুমার মুন্ডার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও আদিবাসী যুবপরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নরেন পাহান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি নকুল বিভূতিভূষণ মাহাতো, সহ-সভাপতি সাবিত্রী হেমব্রম, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি প্রদীপ লাকরা, সাধারণ সম্পাদক কালিদাস রায়, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক কর্ণী দাস, আদিবাসী যুবপরিষদের সভাপতি পরিতোষ মুন্ডা সাধারণ সম্পাদক তেলীবাবু প্রমুখ।

এ সময় কমিটির নেতৃবৃন্দ আগামী ৯ জুলাই আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি,  পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন, উচ্চশিক্ষা ও সরকারি চাকরিতে ৫% আদিবাসী কোটাসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে নওগাঁ নওহাটা মোড় এলাকায় রাজশাহী নওগাঁ মহাসড়ক অবরোধের ঘোষণা দেন। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আদিবাসী যুব ও ছাত্র পরিষদের সকল নেতাকর্মীদের নিয়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আরও দেখুন

সিংড়ায় ক্ষুদ্র -নৃগোষ্ঠির প্রকল্পে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:নাটোরের সিংড়ায় প্রাণী সম্পদ উপকরণ হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বরাদ্দকৃত হাঁস, মুরগী, ভেড়া, ছাগল, গরু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *