নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / ইতিহাস ও ঐতিহ্য / আজকের দিনে সম্রাট শাহজাহানের মুমতাজ মৃত্যুবরণ করেন

আজকের দিনে সম্রাট শাহজাহানের মুমতাজ মৃত্যুবরণ করেন

নিজস্ব প্রতিবেদক:
মুঘল সাম্রাজ্যের পঞ্চম সম্রাট শাহজাহান তাঁর দ্বিতীয় স্ত্রীকে প্রচণ্ড ভালবাসতেন। ভালবাসার স্মৃতিস্বরূপ তৈরি করেছিলেন মুমতাজ মহল। পৃথিবীর মানুষের কাছে যা প্রেমের অনন্য নিদর্শন হিসেবে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সম্রাট শাহজাহানের সেই প্রেমময় স্ত্রী মুমতাজ এর আজ মৃত্যু দিবস।

সাধারণ ডাকনাম ‘মুমতাজ মহল’ যার অর্থ “প্রাসাদের অলঙ্কার”। আসল নাম আরজুমান্দ বানু বেগম। যিনি ভারতের আগ্রায় ১৫৯৩ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন পারস্যের মহানুভব আবদুল হাসান আসাফ খান, যিনি সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূর জাহানের ভাই। মুমতাজ ইসলাম ধর্মে বিশ্বাসী ছিলেন। তাঁর বিয়ে হয়েছিল মাত্র ১৯ বছর বয়সে মে ১০, ১৬১২ খ্রিষ্টাব্দে যুবরাজ খুর্‌রম এর সাথে, যিনি পরবর্তীকালে মুঘল সম্রাট শাহ জাহান (প্রথম) নামে তাখ্‌ত ই তাউস বা ময়ূর সিংহাসনে বসেন। মুমতাজ শাহ জাহানের দ্বিতীয় স্ত্রী ছিলেন এবং তিনি শাহ জাহানের পছন্দের ছিলেন। মুমতাজ মৃত্যুবরণ করেন ডেক্কান বর্তমানে মধ্যপ্রদেশের অন্তর্গত বুরহানপুরে জুন ১৭, ১৬৩১ খ্রিষ্টাব্দে তার চতুর্দশ সন্তান জন্মদানের সময়। এক কন্যা সন্তান জন্ম দিয়েছিলেন নাম রাখা হয়েছিল গৌহর বেগম। মৃত্যুর পর মুমতাজকে সমাহিত করা হয়েছিল আগ্রার তাজ মহলে।

আরও দেখুন

প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ,থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করেছে রুবেল নামের প্রেমিক ও তার দুই …